1. admin@krishisangbad.com : admin :
ডুবোচরে আটদিন আটকে আছে সারবোঝাই জাহাজ - কৃষি সংবাদ
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পশুসম্পদ ক্যাডারের জন্য সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি কৃষকের সব লাউ গাছ কেটে ফেলে রেখেছে দুর্বৃত্তরা সারের কোন সংকট নেই, দামও কোন অবস্থায় বাড়ানো হবে না: কৃষি উপদেষ্টা মথ ডালে রং মিশিয়ে মুগ ডাল বলে বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা দেশী গরুর জাত সংরক্ষণের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর আহ্বান প্রাণিসম্পদ উপদেষ্টার ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু,  হাসপাতালে ভর্তি  ১ হাজার ৬৯ জন খালেদা জিয়া-তারেক রহমানের খালাসের রায় প্রকাশ ১৯তম বাংলাদেশ ডেনিম এক্সপো চলছে গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রি, মাংসসহ ৩৭ ঘোড়া জব্দ তুলা রপ্তানিতে জটিলতার সমাধান চান মার্কিন রপ্তানিকারকরা

ডুবোচরে আটদিন আটকে আছে সারবোঝাই জাহাজ

  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, মানিকগঞ্জ:

পদ্মা নদীর মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পয়েন্টে নাব্য সংকট দেখা দিয়েছে। এর ফলে গত আটদিন ধরে উপজেলার আন্ধারমানিক ঘাট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে আসা সারবোঝাই এমভি আম্বু হালিমা-৪ নামের একটি জাহাজ আটকে আছে। চলাচলে ব্যাহত হচ্ছে ইঞ্জিনচালিত ট্রলারসহ অন্যান্য নৌযান।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষার পানি কমতে উপজেলার হারুকান্দি থেকে গোপীনাথপুর পর্যন্ত নদীর এপার থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নদীর মাঝ দিয়ে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ ডুবোচর জেগে উঠে। প্রায় তিন বছর আগে প্রথম এ চরটি দেখা গেলেও ভরা বর্ষা মৌসুমে তা ডুবে যায়। বর্ষার পানি কমা শুরু হতে আবার জেগে উঠে। এতে করে উপজেলা সদরের সাথে দুর্গম চরাঞ্চলের জনগণের যাতায়াতের একমাত্র মাধ্যম ইঞ্জিনচালিত ট্রলার চলাচলেও ব্যাহত হচ্ছে জানান ট্রলারের মাঝিরা।

‎স্থানীয়রা জানান, উপজেলার আন্ধারমানিক ও বাহাদুরপুর ঘাট থেকে প্রতিদিন ১০টি ট্রলার যাতায়াত করে দুর্গম চরাঞ্চল হরিণাঘাট ও সেলিমপুর। প্রতিদিন প্রায় পাঁচশতাধিক মানুষ উপজেলা সদরে যাতায়াত করে দুর্গম চরাঞ্চলের মানুষ। এ ছাড়াও ট্রলারে চরাঞ্চলে বিভিন্ন ধরনের কৃষিপণ্যসহ সার ও অন্যান্য মালামাল আনা নেওয়া করে থাকে। নদীর নাব্য সংকটে এসব মালামাল আনা নেয়া দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে দাবি করেন চরাঞ্চলের কৃষক ও ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা যায়, নদীর এ পাড় থেকে প্রায় দুই কিলোমিটার দূরে লম্বা ধূ-ধূ বালুচর। বালুচরের পাশে দেখা যায় আটকে আছে একটি জাহাজ। নদীর পাড়ে চায়ের দোকান থেকে এগিয়ে আসে জাহাজের মাস্টার মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, বৃহস্পতিবার বেলা ৩টার সময় ডুবোচরে আমাদের জাহাজটি আটকে যায়। আজ আটদিন ধরে আমরা বসে আছি। আমরা চট্টগ্রাম থেকে টিএসপি সার নিয়ে নগরবাড়ি যাব। সময় মতো সার পৌঁছে দিতে না পারলে তো কৃষকের অনেক ক্ষতি হয়ে যাবে। অনেক চেষ্টা করেও এখনো আমরা জাহাজ নামাতে পারছি না। প্রতিবছর এ অঞ্চলে আমাদের সমস্যায় পরতে হয়। তাই সংশ্লিষ্টদের কাছে আমাদের অনুরোধ নৌরুট সচল রাখতে এসব ডবোচর ড্রেজিং করে নদীর গতিপথ প্রসারিত করার ব্যবস্থা নিন।

‎আন্ধারমানিক ঘাটের ট্রলারের মাঝি অসীম জানান, আমাদের এখান থেকে প্রতিদিন ছয়টি ট্রলারে চরাঞ্চলের মানুষজন যাতায়াত করে। এখান থেকে নদীর ওপরের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। কিন্তু নদীর মাঝ দিয়ে লম্বা ডুবোচর জেগে উঠায় প্রায় ৩ কিলোমিটার পথ ঘুরে আমাগো যাইতে হচ্ছে। এতে যেমন সময়ও বেশি লাগে। তেমনি আমাগো তেলের খরচও বেশি হয়। কিন্তু যাত্রীরা তো আর আমাগো ভাড়া বাড়াই দেয় না। এ ডুবোচরে আমাগো ট্রলারসহ মালবাহী জাহাজ চলাচলেও সমস্যা হয়। তাই ড্রেজিংয়ের মাধ্যমে ডুবোচর কেটে না ফেললে নৌযান চলাচল করতে পারবে না।

‎অন্য আরেকটি ট্রলারের মাঝি শাহীন জানান, আমাগো এ জায়গা ২-৩ বছর ধরে নদীর মাঝ দিয়ে লম্বা ডুবোচর পরা শুরু হয়েছে। বর্ষার পানি টান দিলে এই ডুবোচর দেখা যায়। এতে করে এখানে প্রতি বছর অসংখ্য মালবাহী বড়বড় জাহাজ দিনের পর দিন আটকে থাকে। এবার আটদিন ধরে সারবোঝাই একটা আটকা পড়ে। আমরা ট্রলার চালাই। এখান থেকে প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত চরাঞ্চলের মানুষ এ ট্রলারে যাতায়াত করে। এ পয়েন্টে ডুবোচরের কারণে আমরাও ট্রলার চালাইতে পারি না। প্রায় ৪ কিলোমিটার ঘুরে আমাগো চরে যাইতে হয়। তাই হরিরামপুর পয়েন্টে ড্রেজার দিয়ে ডুবোচর কেটে না দিলে কোনো নৌযান চলাচল করতে পারবে না।

‎এ বিষয়ে বিআইডব্লিউটিএর আরিচা অঞ্চলের ড্রেজিং ইউনিটের নির্বাহী প্রকৌশলী হাসান আহমেদ জানান, ডুবোচর ড্রেজিং আমাদের অধীনে না। আমরা সাধারণ নৌরুটে ক্লিয়ার রাখতে নৌযান চলাচল এলাকা মার্কিং থাকে। এসব এলাকায় যদি নাব্য সংকট দেখা দেয় তাহলে আমরা ড্রেজিং করে থাকি। এ ছাড়াও প্রতিটি জাহাজে নৌরুট শনাক্তের জন্য পাইলট থাকে। তারা যদি কোনো এলাকা ড্রেজিং প্রয়োজন মনে করে সংশ্লিষ্ট দপ্তরে রিকোয়ারমেন্ট দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park